Posts

"ফিঙে আর কাক"

Image
ছোটবেলায় কাক আর ফিঙে পাখির গল্প শুনেছিলাম । একদিন কি যেন নিয়ে তাদের মধ্যে খুবই ঝগড়া চলছিল । কাক বলল আমিই পাখিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাখি । আমার মতো বড় আর শক্তিশালী পাখি এই বনে একটাও খুঁজে পাওয়া যাবে না ।ফিঙে বলল, উচ্চতা কিংবা শরীরের গঠন দেখে শক্তি মাপা যায় না । পরিশ্রম দিয়ে শক্তি মাপতে হয় । বনের সকল পাখি তাদের ঝগড়া পর্যবেক্ষণ করছিল। আর সত্যি বলতে কি, কাককে দেখে সবাই ভয়ও করত । কারণ কাকের কথা কেও অমান্য করলে বা তার কথা মেনে না নিলে , সে তাদের উপর নির্যাতন শুরু করত । এমনকি তাদের বাসা ভেঙে দিত, ডিম খেয়ে ফেলত, বাচ্চা মেরে ফেলত-- আরো কত কি!! তো সব পাখি সিদ্ধান্ত নিলো এই সুযোগে আমাদের কিছু একটা করতে হবে। আর এই গুরুভার দেওয়া হলো টুনটুনি পাখিকে।কারণ কাক টুনটুনির নাচ খুব পছন্দ করত।সে যদি একটা ভুল করেও ফেলে, কাক সেটা কিছু মনে করে না।তাই দায়িত্বটা তাকেই দেওয়া হলো।তো সকল পাখিকে সঙ্গে করে টুনটুনি কাক আর ফিঙে পাখির কাছে উপস্থিত হলো। টুনটুনি বলল, মহারাজা কাক যদি একটু ভরসা দিতেন তো ঝগড়াটা নিরসনের জন্য আমি একটা কথা বলতাম। সকল পাখি সম্মত দিলো যে তাকে বলতে দেওয়া হোক। সকল পখির সমস্বর শুনে কাক আর ...