"গল্পটা একটু ভিন্নরকম"

মানুষ স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। একটি স্বপ্ন পূরণ হলে আরেকটি স্বপ্ন দেখা শুরু করে দিই আমরা। তাইতো অনেক মনস্তাত্ত্বিক স্বপকে বেঁচে থাকার আত্মা বলে অভিহিত করেছেন। স্বপ্ন দেখতে কেনা চাই! তবে সব স্বপ্ন কিন্তু স্বপ্ন না। ভাবছেন এটা আবার কেমন কথা! হাঁ এটাই খাঁটি সত্য। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, সেটাও স্বপ্ন বটে কিন্তু সে স্বপ্নে আমাদের কোন হাত থাকে না। এটা নামে স্বপ্ন মাত্র। আসল স্বপ্ন হলো সেটা যেটা পূরনের ইচ্ছা মানুষকে কুড়ে কুড়ে খায়, ঘুমাতে দেয় না। তবে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য বিভিন্নজন বিভিন্নভাবে স্বপ্ন দেখি। এক জনের স্বপ্নের সাথে অন্য জনের স্বপ্ন একটু হলেও ভিন্ন হবে। আমার মতে একজনের সাথে অন্যজনের স্বপ্ন পুরোটাই আলাদা হয়ে থাকে। আজ এমনই এক গল্প বলব আপনাদের মাঝে। চলে গেলাম এখন থেকে পনেরো বছর আগে। আমরা তখন ক্লাস ফাইভে পড়তাম। আমার ঘনিষ্ঠ দুই বন্ধু ছিল। নাম ছিল বুলবুল আর বাবুল। একসাথে খেলতাম, একসাথে স্কুল যেতাম, একসাথে গোসল করতাম- আরো কত কি? হাঁ আমাদের সাথে যে আর সহপাঠী থাকতো না, তা কিন্তু নয়। আমরা অনেকেই দল বেঁধে স্কুল যেতাম, একসঙ্গে খেলতামও সবাই। কিন্তু আমরা তিনজনে...