ভালোবাসার মানুষটাকে না'কি ভুলা সম্ভব না
ভালোবাসার মানুষ এক ছেলে এক মেয়েকে খুব ভালোবাসে। মেয়েটির নাম হুযাইফা এবং ছেলেটির নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিমের বয়স ছিলো চোদ্দ বছর এবং হুযাইফার এগারো বছর। ইব্রাহিম প্রতিদিন হুযাইফাকে দেখার জন্য সে তার কাছে ছুটে যেতো। এক পর্যায়ে তাদের ফ্রেন্ডশিপও হয়। কিন্তু কখনো সে বলতে পারেনি যে সে তাকে ভালোবাসে। এইভাবেই চলতে থাকে। তারা একটু একটু করে বড় হতে থাকে। যখন ইব্রাহিমের বয়স আঠারই পা দিলো তখন হূজাইফার বয়স ছিল পনেরো। এখন তারা আর ছোট নাই। এখন চাইলেই তারা দুজন দুজন কে অনেককিছুই বলতে পারে। একদিন হুযাইফা তাদের বাগানে একটি গাছের নিচে দাড়িয়ে ছিলো। আশেপাশে কেউ ছিলো না। ইব্রাহিম মনে মনে ভাবলো এটাই সুযোগ। আর কত ধর্য ধরবে একটি কথা বলার জন্য, এখন তো তারা ছোট নাই। তাই সে মেয়েটির দিকে এগিয়ে গেলো এবং জড়িয়ে ধরলো আর বলে ফেললো যে - সে তাকে পছন্দ করে, তাকে ভালোবাসতে চাই। হুযাইফা তাকে ছেড়ে দিতে বলল, কেউ দেখে ফেলবে এর ভয়ে। কিন্তু ইব্রাহিম তার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তাকে ছেড়ে দিতে রাজি হলো না। হুযাইফা জোরে তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। তাই বাধ্য হয়ে ইব্রাহিম তাক...